পরিপাটি সকালের নাস্তা, সুস্বাদু দুপুরের খাবার, শীতকালীন বিকালের নাস্তা পিঠা, মনমাতানো সাংস্কৃতিক গান ও নাচের সংমিশ্রণ, মজাদার হাউজি খেলা, যাদুর মোহনীয়তা ও আকর্ষণীয় রেফেল ড্র সামগ্রিক অনুষ্ঠানকে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মকর্তাদের পরিবারের সদস্য তথা আগত সম্মানিত অতিথিদের মাতিয়ে রাখে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয় সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কর্তৃপক্ষের সদস্য (পরিঃ ও পরিঃ, প্রকৌশল এবং অর্থ)ত্রয় উপস্থিত ছিলেন। এছাড়া প্রায় সকল বিভাগীয় প্রধানগণসহ কর্তৃপক্ষের অধিকাংশ কর্মকর্তাগণ সপরিবারে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ডে সৌন্দর্য্য ও পরিচ্ছন্ন কার্যক্রমের ব্যাপক নিদর্শন রাখেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়সহ সমগ্র কার্যনির্বাহী পরিষদ। সারাদিনের অনেকগুলো কার্যক্রমের মধ্যে আরেকটি দৃষ্টিনন্দন অধ্যায় ছিল অফিসার্স এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা-২০২৫ (extraordinary general meeting) অনুষ্ঠান। ২০২৪ সালে এসোসিয়েশনের নির্বাচন পরবর্তী বিগত একবছরের কর্মকাণ্ড সাধারণ সম্পাদক এ,কে,এম আরিফ উদ্দিন (পরিচালক, বন্দর ও পরিবহন) পেশ করেন। এছাড়া এসোসিয়েশনের সভাপতি রকিবুল ইসলাম তালুকদার (প্রধান প্রকৌশলী, ড্রেজিং) এজিএমসহ সামগ্রিক অনুষ্ঠানে দায়িত্বশীল ও ভূয়সী প্রশংসার ভূমিকা রাখেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ এসোসিয়েশনের গঠনতন্ত্রের কতিপয় ধারা ও নির্বাচনী ব্যবস্থায় সংশোধনের ব্যাপারে উপস্থিত কর্মকর্তাগণের সম্মতি নেয়া হয়। এক কথায় এক অভূতপূর্ব সমন্বয়ের নৌবিহার উপভোগ করলো সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ। শেষ মুহূর্তে চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য ছিল মনোমুগ্ধকর শেষ ছোঁয়া। উপস্থিত অতিথিবৃন্দ সারাদিনের প্রতিটি ছোট ছোট ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মূল ও উপ কমিটির সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন....